দু-চার পয়সার ভাগ ত্যাগ করতে বললেন আশরাফ
দু-চার পয়সার ভাগ-বাটোয়ারা ত্যাগ করে বিপদ মোকাবিলার জন্য দলীয় সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনবিষয়ক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁর মতে, ঐক্যবদ্ধ না হতে পারলে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। urgentPhoto
আজ বুধবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সৈয়দ আশরাফ। ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সব নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যবদ্ধ হই। ক্ষমতায় আছেন দেখেই সামান্য দু-চার পয়সার ভাগবাটোয়ারা- এটা কি আপনারা ত্যাগ করতে পারেন না? কিছু পাবেন বলে না, পাবার চেষ্টা করলে আমাদের সংগঠনের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হতে পারে।’
‘বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা হয়েছে।এখন পর্যন্ত তিনি রেহাই পেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বিএনপি একটি ষড়যন্ত্রকারী ও খুনিদের দল। সেই দল সব সময়ই পরিকল্পনা করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা করার।’
সৈয়দ আশরাফ আরো বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি ঠিকই। কিন্তু ক্ষমতায় থেকেও আমরা নিরাপদ নই। এ জন্য আমাদের সব সময় পাহারা দিয়ে রাখতে হবে।’
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।