দিনাজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/28/photo-1524913599.jpg)
আজ শনিবার দুপুরে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের পাঁচবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হন। ছবি : এনটিভি
দিনাজপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।
আজ শনিবার দুপুরে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের পাঁচবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন জানান, আজ দুপুরে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের পাঁচবাড়ি এলাকায় উল্টো দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরো একজন।
পরে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান ওসি। তবে নিহত তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ওসি।