পশু কেনাবেচায় চাঁদাবাজি ঠেকানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু বেচাকেনায় যাতে চাঁদাবাজি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে এ-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
এ ছাড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে, চামড়া পাচার ঠেকাতে ও লঞ্চে অতিরিক্ত যাত্রী যেন না ওঠানো হয় সে জন্য ব্যবস্থা নিতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।