জামিন জালিয়াতিতে রিমান্ডে পেশকার
জামিন জালিয়াতির অভিযোগের মামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চসহকারী (পেশকার) মোসলেহ উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. সফিউল্লাহ পেশকারকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ রিমান্ড মঞ্জুর করেন।
চলতি বছরের ১২ আগস্ট ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চসহকারী মোসলেহ উদ্দিন ও এমএলএসএস শেখ নাঈমসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন আসামি বিচারাধীন ৭০টি মামলায় বিচারকের সিল-স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া জামিননামা দেন।
এ ঘটনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. উবায়দুল করিম আকন্দ কোতোয়ালি থানায় একটি মামলা করেন। তাঁদের বিরুদ্ধে বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন ধরনের মামলার শতাধিক আসামি কারাগার থেকে মুক্তির অভিযোগ আনা হয়।
গত ১৩ জুলাই পেশকার মোসলেহ উদ্দিনকে আদালত অঙ্গন থেকেই গ্রেপ্তার করে কোতোয়া ল থানার পুলিশ।