ইয়াবার ছদ্মনাম কম্পিউটার!
ছোট্ট ছোট্ট কিছু রঙিন বড়ি। বাংলাদেশে তৈরি হয় না। আসে সীমান্ত পার হয়ে অবৈধপথে মিয়ানমার থেকে। অবৈধপথে দেশে প্রবেশের সময় এই রঙিন বড়ি ইয়াবার নাম হয়ে যায় কম্পিউটার। আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে আর নিজেদের মধ্যে সহজ যোগাযোগের জন্য এই নাম দিয়েছে চোরাকারবারি আর মাদক ব্যবসায়ীরা।
অবৈধপথে দেশে প্রবেশ করা এই ইয়াবার নেশায় এখন বুঁদ হয়ে থাকে বাংলাদেশের লাখো তরুণ-তরুণী। ক্ষুদ্র এই নেশার বড়ি ক্রমান্বয়ে ধ্বংস করে দিচ্ছে দেশের অমিত সম্ভাবনার যুবসমাজকে।
শুধু পুরুষরাই নন, অবৈধ অথচ লাভজনক এই ব্যবসায় ঝুঁকছেন নারীরাও। দীর্ঘ ছয় মাস ধরে তেমনই একজন নারী ইয়াবা ব্যবসায়ীর দিকে নজর ছিল এনটিভির অনুসন্ধানী দলের। এই ব্যবসায়ী কোন প্রক্রিয়ায় আর কীভাবে নিষিদ্ধ এই ব্যবসা পরিচালনা করছেন, তা তুলে ধরছেন এনটিভির সিনিয়র করেসপনডেন্ট সফিক শাহীন। নিচের ভিডিও প্রতিবেদনে দেখুন তাঁর তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন জামাল হোসেন ও কে এম আখতারুজ্জামান।