ইয়াবা সেবনের দায়ে তিন কারারক্ষী বরখাস্ত
ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় শরীয়তপুর কারাগারের ৩ কারা রক্ষীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার ওই ব্যবস্থা নেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) তৌহিদুল ইসলাম।
বরখাস্ত হওয়া তিন কারারক্ষী হলেন, মো. সালাউদ্দিন, পলাশ হোসেন ও ফারুক হোসেন।
ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম জানান, ওই তিন কারা রক্ষী নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরই আজ মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরো ১৪ কারারক্ষীকে দেশের বিভিন্ন স্থানে শাস্তিমূলক বদলি করেছে কারা অধিদপ্তর।