যাত্রীবাহী বাসে তল্লাশি, হেরোইনসহ চারজন গ্রেপ্তার
ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। কুষ্টিয়া থেকে খুলনাগামী আল মিরাজ এন্টারপ্রাইজের গড়াই পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের বাংকারে রাখা ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
ঝিনাইদহে আটক কোকিলা। ছবি : এনটিভি
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসটির চালক মো. জামাল আক্তার, সুপারভাইজার মো. লাটু মণ্ডল, হেলপার আলমগীর হোসেন ও আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে গড়াই পরিবহনের বাসটি।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক।
এদিকে আরেক গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে ঝিনাইদহ থানা পুলিশ জেলা শহরের চাকলা পাড়ায় অভিযান চালায়। অভিযানে তালিকাভুক্ত মাদক সম্রাট রবিউল ইসলাম রবির স্ত্রী কোকিলা আক্তারকে ৫৫টি ইয়াবাসহ আটক করা হয়।
রবিউল ইসলাম ও তাঁর স্ত্রী কোকিলা ‘রবির আলো সমাজ কল্যাণ সংস্থা’র আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।