ফের বাড়ছে যমুনার পানি, ভোগান্তি
ফের বাড়ছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টের পানি ১৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত এ পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আর এতে ভোগান্তি চরমে উঠেছে এ এলাকার বানভাসি মানুষের।
যমুনার পানি বৃদ্ধির কারণে এ জেলার সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের ২৯টি ইউনিয়নের শতাধিক গ্রামের অন্তত ১০ হাজার পরিবার নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে। দুর্ভোগে পড়া এ অঞ্চলের মানুষ যতটা পারছে, নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছে। অনেকে আবার নিজের ঘরেই মাচা বেঁধে কোনোরকমে দিন পার করছে। একে তো খাদ্য ও পানিসংকট, তার ওপর বারবার বাড়িঘর ছাড়ায় তাদের ভোগান্তি এখন চরমে।
এদিকে, বিশুদ্ধ পানির অভাবে বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগসহ চর্মরোগ। তবে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে উঠতি ফসলসহ শীতকালীন সবজির চাষবাদ। বন্যার কারণে ব্যাহত হচ্ছে এ এলাকার হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম। এরই মধ্যে জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস বন্যাকবলিত ৪৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে।