নেতার বাসায় ‘সন্দেহজনক’ ঘোরাফেরা, আটক ৩
কৃষক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলামের গ্রামের বাড়ির সামনে থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ঈদ উদযাপন করার জন্য নিজের ওই গ্রামের বাড়িতেই আছেন নজরুল ইসলাম।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটক করা ব্যক্তিরাসহ কয়েকজন নজরুল ইসলামের বাড়িতে সন্দেহজনকভাবে প্রবেশ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের চ্যালেঞ্জ করে এবং তিনজনকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং তাঁদের আটক করে । রাত ১০টার দিকে এলাকায় তল্লাশি করে নজরুল ইসলামের বাড়ির প্রাচীরের পাশের একটি পাটক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গানসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আলমগীর আরো জানান, এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন উপজেলার শীতলী গ্রামের আজমত ও সেকেন্দার এবং আগুনিয়াপাড়ার আলী হোসেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি ।
কৃষক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম কয়েকদিন ধরে গ্রামে অবস্থান করছেন। তিনি বলেন, ‘তারা আমাকে হত্যা করার জন্য এসেছিল। এলাকার লোকজন না ধরলে হয়তো অনেক ক্ষতিই হতো।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
রাতে এ খবর ছড়িয়ে পড়লে দলীয় কয়েকশ নেতাকর্মী নজরুল ইসলামের বাড়ির সামনে জড়ো হয় এবং বিক্ষোভ মিছিল করে ঘটনার বিচার দাবি করে।