জঙ্গি সন্দেহে মিয়ানমারের দুই নাগরিক আটক

জঙ্গি সন্দেহে কক্সবাজার শহর থেকে মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানিয়েছে।
urgentPhoto
আটককৃতরা হলেন, মো. ইউনুছ ও মোহাম্মদ রফিক।
কক্সবাজার সিসিপি-২ র্যাব ৭-এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর এ এইচ মহিউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন জায়গায় মিয়ানমারের আরাকানের জঙ্গি সংগঠনের সদস্যরা অবস্থান করছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে শহরের কালুর দোকান এলাকা থেকে ইউনুছ এবং সদর উপজেলার খুরুস্কুলের একটি বাড়ি থেকে রফিককে আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, গুলি, মোবাইল ফোনসহ জঙ্গি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা। তিনি আরো জানান, মিয়ানমারের দুই নাগরিক সরাসরি কোনো সংগঠনের সঙ্গে জড়িত কি না- তা জানা যায়নি। তবে তাঁদের বিরুদ্ধে স্থানীয়ভাবে জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।