ঝালকাঠিতে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/25/photo-1529943406.jpg)
ঝালকাঠির রাজাপুর উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মিজান লস্কর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মিজান লস্কর রাজাপুর উপজেলার মঠবাড়ি গ্রামের বাসিন্দা।
আজ সোমবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল ১-এর বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৮ আগস্ট দুপুরে রাজাপুর উপজেলায় নয় বছরের এক শিশুকে স্থানীয় মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি মুরগির খামারে আটকে ধর্ষণ করেন মিজান লস্কর। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে পরের দিন ৯ আগস্ট রাজাপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন কুমার ঘোষ তদন্ত শেষে ২০১৪ সালের ১৬ নভেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।