বস্তুনিষ্ঠতা এনটিভিকে আরো বহুদূর এগিয়ে নেবে

বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার মধ্য দিয়ে দেশের দর্শকনন্দিত টিভি চ্যানেল এনটিভি জনগণের হৃদয়ে স্থান লাভ করেছে। এনটিভির দীর্ঘ চলার পথ দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়েছে। সমস্যা চিহ্নিত করে তার সমাধানের পথ দেখিয়েছে। দেশের চলমান রাজনৈতিক সংবাদ, উন্নয়ন, দুর্নীতি, ক্রীড়া, সংস্কৃতি, স্বাস্থ্য, বিনোদন, শিক্ষা সব বিষয়ের ওপর সমান গুরুত্ব আরোপ করে এনটিভি দর্শকপ্রিয়তা অর্জন করেছে।
মঙ্গলবার র্যালি ও কেক কাটার পর এনটিভির ১৫ বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। তাঁরা এনটিভির দীর্ঘায়ু কামনা করে বলেন, সত্য খবর ও সাহসিকতা চ্যানেলটিকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে।
এনটিভির জন্মদিনের অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি শেখ আজহার হোসেন এবং সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পৃথক ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরা প্রতিনিধির হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র শাণিত হচ্ছে। গণমাধ্যমগুলোও স্ব স্ব অবস্থানে থেকে গণতন্ত্রকে লালন করছে। তারা খবর প্রকাশ ও প্রচারের সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে জানিয়ে তারা বলেন, এনটিভির চলার পথ কখনও কুসুমাস্তীর্ণ ছিল না। তা সত্ত্বেও জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে চ্যানেলটি দেশ বিদেশের কোটি দর্শকের হৃদয় জয় করেছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈনুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, অধ্যক্ষ আবদুল হামিদ, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি শেখ আজহার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল বারী, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, উন্নয়নকর্মী মাধব দত্ত, মহিলা পরিষদ নেত্রী জ্যোৎস্না দত্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী।