সাতক্ষীরায় নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩০
সাতক্ষীরায় বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ছয়জন জামায়াতে ইসলামীর কর্মী এবং দুজন ছাত্রশিবিরের কর্মী রয়েছেন বলে দাবি করছে তারা।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ও সহিংসতা সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সাতক্ষীরা সদর , কলারোয়া, তালা, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা, শ্যামনগর ও পাটকেলঘাটা এ আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গত ৫ জানুয়ারি থেকে আজ ৩০ জানুয়ারি পর্যন্ত জেলার বিভিন্ন থানায় গ্রেফতার জামায়াত-শিবির ও বিএনপি সদস্যের সংখ্যা ৩২৯ জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকজন নেতাও রয়েছেন।ওই নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতা সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছাড়াও রাষ্ট্রদ্রোহ, গাছ কাটা, রাস্তা কাটা এবং পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে।