৫ দিন ফেরি চলবে না শিমুলিয়া-চরজানাজাত রুটে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/11/photo-1441939522.jpg)
নদী খননের সুবিধার্থে শিমুলিয়া-চরজানাজাত নৌরুটে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
urgentPhoto
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা বিষয়টি জানিয়েছেন।
বিআইডব্লিউটিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শিমুলিয়া-চরজানাজাত নৌরুটে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে গত ২০ আগস্ট থেকে বিআইডব্লিউটিসির রো রো ফেরি চলাচল বন্ধ ছিল। শুধু কে-টাইপ ফেরি দিয়ে সীমিত আকারে ফেরি সার্ভিস চালু আছে। চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করার জন্য ড্রেজিং শুরু হয়েছে। দ্রুত ড্রেজিংয়ের কাজ সমাপ্ত করার লক্ষ্যে ১১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,‘ওই সময় সম্মানিত যানবাহন মালিক-চালক ও যাত্রীসাধারণকে বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’
শিমুলিয়া-কাওরাকান্দি রুটেও ফেরি চলাচল বন্ধ
মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটেও পাঁচ দিন সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে।
মাওয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিকতা ফিরিয়ে আনতে চায়না সিনোহাইড্রো কোম্পানির বড় ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ চলছে। ড্রেজারের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে আজ শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে।