বঙ্গবন্ধুকে নিয়ে অশ্রদ্ধা সহ্য করা হবে না : আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার কারণ দেশের জনগণ এখন বুঝতে পেরেছে। তারা অন্তরের গভীর থেকে বঙ্গবন্ধুকে ভালোবাসে। তারা ভবিষ্যতে এ মহান নেতার প্রতি কোনো প্রকার অশ্রদ্ধা সহ্য করবে না।
আজ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের সূচনা বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন। গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে এ ছাড়াও দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইস্যুতে সকল বিতর্ক অবসানের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির পিতা ইস্যুতে কোনো বিতর্ক থাকা উচিত নয়। দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানসহ অন্য কোনো দেশে এ ব্যাপারে কোনো বিতর্ক নেই। বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতা ছিলেন শুধু। কিন্তু জাতির পিতা হিসেবে দল-মত-নির্বিশেষে প্রত্যেককে তাঁর প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।’
সৈয়দ আশরাফুল ইসলাম আরো বলেন, খুনিরা জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সামনে বঙ্গবন্ধু ও তাঁর ছেলেদের কলঙ্কিত করার জন্য তাঁদের বিরুদ্ধে লাগামহীন অপপ্রচার চালায়। কিন্তু সময়ের বিবর্তনে এসব অপপ্রচার পুরোপুরি মিথ্যা প্রমাণিত হয়েছে। জনগণ এখন বঙ্গবন্ধুকে হত্যার কারণ বুঝতে পেরেছে।