গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা, দগ্ধ ২
গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে দুই যাত্রী দগ্ধ হন। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার বাবুল হোসেন ও গাজীপুর মহানগরের কলমেশ্বর এলাকার লুৎফর রহমানের স্ত্রী সাহিদা ইয়াসমিন। আহত বাবুলকে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর সাহিদাকে স্থানীয় তায়রুন্নেছা হাসপাতালে ভর্তির পর জরুরি চিকিৎসা শেষে তাঁর স্বজনরা অন্যত্র নিয়ে গেছেন।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এনটিভি অনলাইনকে জানান, পেট্রলবোমায় বাবুল হোসেনের মাথা, মুখ ও পিঠ গুরুতরভাবে পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সাইনবোর্ড এলাকায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হয়। সেই মিছিল থেকেই বলাকা পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।