সুন্দরবনে ‘অপহৃত’ দুই জেলের খোঁজ মেলেনি

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামুনদো নদীর নসুখাল থেকে মুক্তিপণের দাবিতে ‘অপহৃত’ তিন জেলেকে আজ শুক্রবারও উদ্ধার করা যায়নি। তাঁরা কোথায় রয়েছেন এবং তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তাও জানতে পারেনি তাঁদের পরিবার।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুই লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দিয়ে শ্যামনগর উপজেলার মিরগাং এলাকার দুই জেলে হায়দার আলি ও শমসের আলিকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় জলদস্যু জোনাব বাহিনীর তিন সদস্য। তারা একটি বিকাশ নম্বর দিয়ে সেখানে টাকা জমা দেওয়ার কথা বলে দেয়। জলদস্যুদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসা জেলে হযরত আলি ও সেলিম শেখ বিষয়টি গ্রামে লোকদের বলেন। নির্ধারিত সময়ের মধ্যে এ টাকা পরিশোধ না করলে জিম্মি জেলেদের হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা।
পালিয়ে আসা জেলে হযরত আলি জানান, তাঁরা বিষয়টি পুলিশ ও বন বিভাগকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তাঁদের সরকারিভাবে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়নি। এতে তাঁদের পরিবারবর্গ হতাশ হয়ে পড়েছে।