গোপালগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ
গোপালগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবিতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকালে এ কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১০দিকে শহরের বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক দুই ঘণ্টা অবরোধ করে। এ সময় তারা বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করে। সড়ক অবরোধের ফলে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এর পরে জেলা প্রশাসকের কার্যলয়ে সামনে এসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান আন্দোলনকারীদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান আলী নানা সময়ে যৌন হয়রানিমূলক আচরণ করে থাকেন। এ ছাড়া শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও আনে।
রোববারও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা।