দুই কিশোরী হত্যা : আসামি রানা গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/15/photo-1442336048.jpg)
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় শিবচর উপজেলা শহর থেকে তাঁকে আটক করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল রানাকে গ্রেপ্তার করে। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।
মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই স্কুলছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে ১৩ আগস্ট ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ মাদারীপুর সদর হাসপাতাল থেকে ওই দিনই দুজনকে এবং দুইদিন পর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন থেকে আরো একজনকে গ্রেপ্তার করে। পরে তাদের রিমান্ডে নেওয়া হয়।
এ ঘটনায় নিহত সুমাইয়ার বাবা ১৪ আগস্ট সাতজনের বিরুদ্ধে শুধু হত্যা মামলা করেন।
এর একমাস পর গত ১৩ সেপ্টেম্বর নিহত হ্যাপির মা মুক্তা বেগম মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে সুমাইয়া ও হ্যাপিকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয় বলে অভিযোগ আনেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।