ঢাকা সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ গতকাল মঙ্গলবার রাতে ঢাকা সফরে এসেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক, ইরান ও বিশ্ব পরাশক্তি দেশগুলোর সঙ্গে পরমাণু চুক্তি সই নিয়ে বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ও ঢাকায় ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফকে রাত ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, ঢাকা সফরে আজ বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন জাভাদ জারিফ।
বিকেল ৫টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ইরানের মন্ত্রী। সফরে সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত জুলাইয়ে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সই করে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও জার্মানি।