শরীয়তপুরে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
শরীয়তপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম মো. সুমন পাহাড় (২৬)। তিনি শরীয়তপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কতিপয় মাদক ব্যবসায়ী পালং-ছয়গাঁও ফাঁকা রাস্তার পাশে একটি বাগানে মাদকদ্রব্য ভাগবাটোয়ারা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আজহার আলীর নেতৃত্বে ডিবি ও পালং থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে সুমন পাহাড়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
ওসি মনিরুল দাবি করেন, ঘটনাস্থল থেকে ৫১টি ইয়াবা, এক কেজি গাঁজা, ছয়টি ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত সুমন পাহাড় একজন চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকের ১১টি মামলা রয়েছে।