সবার সহযোগিতা পেলে ভালো হয়ে উঠবেন কাওছার
দুইটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় এখন মৃত্যুর প্রহর গুণছেন ঝালকাঠির মো. কাওছার আলী। দীর্ঘ পাঁচ বছর ধরে চিকিৎসা করতে গিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন পরিবারের উপার্জনক্ষম এই ব্যক্তি।
একটি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের ইউটিলিটি বিভাগে উপসহব্যবস্থাপক হিসেবে কাজ করতেন কাওছার আলী। সেখানে কর্মরত অবস্থায় তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। বর্তমানে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক রাজেশ এল শের কের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি। জীবন বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু পাঁচ বছর ধরে চিকিৎসা চালাতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন কাওছার। বৃদ্ধ মা, স্ত্রী ও পাঁচ বছরের শিশু সন্তান নিয়ে কাওছারের পরিবার। তিনি ছাড়া উপার্জন করার মতো আর কেউ নেই। এ অবস্থায় সংসার চালানোই যেখানে দায় সেখানে ২৫ লাখ টাকা খরচ করে কিডনি প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসা করার সামর্থ তাঁর নেই।
সেজন্য সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, বিভিন্ন দাতা সংস্থা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছেন কাওছার। সবার সহায়তা পেলে হয়তো সুস্থ হয়ে উঠবেন তিনি। মা, স্ত্রী আর ছোট্ট সন্তানকে নিয়ে আবারও সুখে শান্তিতে বাস করতে পারবেন তিনি।
কাওছার আলীকে যে কেউ সাহায্য করতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. কাওছার আলী, হিসাব নম্বর : ২১৩.১০১.২৪৩০০, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, মাওনা, শ্রীপুর, গাজীপুর।
চাইলে বিকাশও করতে পারেন। বিকাশ নম্বরটি হলো : ০১৭১৬-১২৮৪০৯।