সাতক্ষীরায় আলাউদ্দিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও গণপরিষদের সাবেক সদস্য স ম আলাউদ্দিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে হত্যার বিচার বাস্তবায়ন পরিষদ।
আজ শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১৯ জুন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন স ম আলাউদ্দিন। আজও সেই হত্যার বিচার হয়নি।
ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বারবার এই বিচার বাধাগ্রস্ত করা হয়েছে। এবার যেকোনো ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করার ঘোষণা দিয়ে তাঁরা বলেন, অচিরেই প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে তাঁরা সাতক্ষীরাবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশাররফ হোসেন মশুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, নিহত আলাউদ্দিনের মেয়ে লায়লা পারভিন সেজুতি, অধ্যক্ষ আশেক ই এলাহী, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, মো. আনসার আলী, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, শেখ হারুনার রশীদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।