হাতিয়ায় গাড়ির ধাক্কায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/20/photo-1537442312.jpg)
নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা জাহাজমারার প্রধান সড়কে আজ বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি জিপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসার অধ্যক্ষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক সহকারী শিক্ষক। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন হাতিয়ার চৌমুহনী বাজার সংলগ্ন তবাকারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসউদুল হক (৫৫)। আহত হয়েছেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আজিজুর রহমান (৪৫)।
এদিকে অধ্যক্ষ নিহতের খবরে মাদ্রাসার ছাত্রছাত্রীরা চৌমুহনী বাজারে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। বিক্ষোভ ও ভাঙচুর করে সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাদ্রাসা অধ্যক্ষ নিহতের প্রতিবাদে গাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
জানা গেছে, আজ সকাল ৯টার সময় চৌমুহনী বাজার সংলগ্ন তবাকারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসউদুল হক ও সহকারী শিক্ষক মাওলানা আজিজুর রহমান মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে বেপরোয়াভাবে আসা যাত্রীবাহী একটি জিপ গাড়ি তাঁদের সামনের দিক থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাসউদুল হক ও সহকারী শিক্ষক মাওলানা আজিজুর রহমান গুরুতর আহত হন। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসউদুল হককে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।