দুর্ঘটনার কবলে মানিকগঞ্জ ডিসি
পদ্মায় লঞ্চডুবির দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার পথে লঞ্চ দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রাশিদা ফেরদৌস।
রোববার রাত ১২টার দিকে দুর্ঘটনাস্থল থেকে অদূরে পাটুরিয়া ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
ডিসি রাশিদা ফেরদৌস নৌপরিবহন কর্তৃপক্ষের একটি ছোট লঞ্চে করে মাঝ পদ্মায় দুর্ঘটনাস্থলে যাচ্ছিলেন। পাটুরিয়া ঘাট থেকে রওনা হয়ে কিছুদূর যাওয়ার পর হঠাৎ করেই তাঁর লঞ্চটির গিয়ারবক্সে ত্রুটি দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় লঞ্চটির ইঞ্জিন। এ সময় পেছনে থাকা একটি লঞ্চের ধাক্কা লাগে। অল্পের জন্য রক্ষা পান রাশিদা ফেরদৌস। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনাস্থল পরিদর্শন বাতিল করতে বাধ্য হন মানিকগঞ্জ ডিসি।
এদিকে, এরই মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। সর্বশেষ ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।