মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট
সরকারি মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) কলেজের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আগামীকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জেএম দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে ইউনুছ আলী আকন্দ এনটিভি অনলাইনকে বলেন, ‘গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষা বাতিল চেয়ে আবেদন করেছি, কারণ ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষাটি নেওয়া হয়েছে এমন প্রমাণ আমার কাছে রয়েছে। ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল রয়েছে।’
এর আগে পরীক্ষা বাতিল চেয়ে গতকাল শনিবার দুপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও স্বাস্থ্য সচিব বরাবর আইনি নোটিশ পাঠান এ আইনজীবী। নোটিশে ভর্তি পরীক্ষা ২৪ ঘণ্টার মধ্যে বাতিলের জন্য আবেদন করা হয়। এতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নতুন করে পরীক্ষা নিতে বলা হয়েছে।
রিটে বলা হয়, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে।
সকালে প্রশ্নফাঁসের অভিযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানান ভর্তীচ্ছু শিক্ষার্থীরা। আগের দিন শনিবারও ঢাকা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে একই কর্মসূচি পালন করেন তাঁরা। আর এর মধ্যে আজই মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
গত শুক্রবার ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।