নড়বড়ে ফিশপ্লেট, নাট-বোল্টে জং
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/21/photo-1442828776.jpg)
ঢাকা-চট্টগ্রাম কিংবা ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায়ই ঘটছে ট্রেন লাইনচ্যুতির ঘটনা। শুধু চলতি বছরই ব্রাহ্মণবাড়িয়া অংশে ১০টি দুর্ঘটনা ঘটেছে। তাই একরকম আতঙ্ক নিয়েই এ পথে যাতায়াত করছেন যাত্রীরা।
অনুসন্ধানে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসামের চিনকি থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পর্যন্ত ১৮৫ কিলোমিটার এলাকার রেলপথের জরাজীর্ণ অবস্থা। লাইনের বেশির ভাগ অংশে নাট-বোল্টে জং ধরে গেছে, ফিশপ্লেটও নড়বড়ে। আর রেললাইনের এ বেহাল দশার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব লাইন সংস্কার করলে ট্রেন দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন তাঁরা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিহাব উদ্দিন বিপুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত :