এসআইর বিরুদ্ধে আ. লীগ নেতা হত্যা ও দুর্নীতির মামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/14/photo-1539512520.jpg)
ঝালকাঠিতে ঘুষের টাকা না পেয়ে আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান মন্টুকে নির্যাতন করে হত্যার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ রোববার দুপুরে সদর উপজেলার লেশপ্রতাপ গ্রামের বাসিন্দা নিহত মন্টুর স্ত্রী নাজমা বেগম ঝালকাঠির জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা করেন। এতে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারায় দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল অঞ্চলকে তদন্ত করে আগামী ২৬ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী আবদুর রশীদ সিকদার জানান, সদর উপজেলার বাসণ্ডা ইউনিয়নের লেশপ্রতাপ গ্রামের এক ব্যবসায়ী ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খলিলুর রহমান মন্টুর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন। এ মামলায় এসআই দেলোয়ার হোসেন ইউপি সদস্য মন্টুর কাছে গত ১৪ সেপ্টেম্বর এক লাখ টাকা ঘুষ দাবি করেন। ওই টাকা না দেওয়ায় মন্টুকে বেদম মারধর করেন এসআই দেলোয়ার। এতে তাঁর একটি পা ভেঙে যায়। এ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কারা শাখায় ভর্তি করা হয়। গত ৩ অক্টোবর সেখানে তাঁর মৃত্যু হয়।
স্বামী হত্যার সুষ্ঠু বিচার চেয়ে মন্টুর স্ত্রী নাজমা বেগম বলেন, ‘এসআই দেলোয়ার আমার স্বামীর কাছ থেকে ঘুষের ২৫ হাজার টাকা নিয়েছে। বাকি ৭৫ হাজার টাকা না দেওয়ায় আমার স্বামীকে নির্যাতন করে হত্যা করেছে। আমি আদালতের কাছে অভিযোগ দিয়েছি, আদালত তা আমলে নিয়েছেন।’