ব্লগার অভিজিৎ হত্যা : রিমান্ডে রাহী
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় আটক মান্না ইয়াহি এলাইস রাহী নামের এক আসামিকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামি রাহীকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শামসুল আরিফিন পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২ মার্চ অভিজিৎ হত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শফিউর রহমান ফারাবীকে আটক করে র্যাব। ফারাবী গ্রেপ্তারের পর আসামি আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য তৌহিদুর রহমান এবং পরিকল্পনাকারী সাদেক আলী ও আমিনুল ইসলামকে গত ১৭ আগস্ট রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমণ্ডি এলাকা থেকে আটক করে র্যাব।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে অভিজিৎ রায় মারা যান। অন্যদিকে গুরুতর আহত বন্যাকে পরে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
অভিজিৎ হত্যাকাণ্ডের পরের দিন রাজধানীর শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন অভিজিতের বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।