ধামরাইয়ে নির্মাণাধীন ছাদ ধসে নিহত ২
ঢাকার ধামরাই উপজেলার বাথুলি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। রাইজিং গ্রুপের মালিকানাধীন ভবনটির তৃতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।
নিহত দুজন হলেন দেলোয়ার হোসেন ও শামসু মিয়া। এ ছাড়া আহত ব্যক্তিদের সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী শাকিল নামের এক শ্রমিক জানান, ছাদ ঢালাই শুরু করার কিছু সময় পর দ্বিতীয় তলার শাটারিং (ছাদ তৈরির কাঠামো) ভেঙে পড়ে। এর পর পুরো ছাদের কাঠামোসহ ঢালাই করা অংশও ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা এগিয়ে গিয়ে উদ্ধারকাজ চালান।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঠিকভাবে প্রস্তুত না করেই ঈদের আগে তাড়াহুড়ো করে ছাদ ঢালাই দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রকৌশলীদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
ওসি জানান, এখনো ধসে পড়া ছাদের সব অংশ অপসারণ করা সম্ভব হয়নি।
এর নিচে দুই-তিনজন শ্রমিক চাপা পড়ে থাকতে পারে বলে উদ্ধারকারীরা আশঙ্কা করছেন। দুর্ঘটনার পর মালিকপক্ষের দায়িত্বশীল কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মালিকপক্ষকে দুর্ঘটনার দায় নিতে হবে। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে অবহেলাজনিত শ্রমিক মৃত্যুর অভিযোগে মামলা করা হবে।