ইফতি হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি
নেত্রকোনায় কলেজছাত্র আজিজ আমান ইফতি হত্যার ছয় মাসের মধ্যেই সব আসামি জামিনে বের হয়ে গেছে। এখন পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ইফতির বাবা মির্জা আজিজুর রহমান ও মা মির্জা ঝর্ণা ইয়াসমিন।
মির্জা আজিজুর বলেন, আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিও দিচ্ছে তারা। এ বিষয়ে লিখিতভাবে পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ঝর্ণা ইয়াসমিন বলেন, ‘আমার নিরপরাধ ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই। ওরা (আসামি) বলে বেড়াচ্ছে, টাকার কাছে সব কিছু হার মানে। তাই আমি সন্দেহ পোষণ করছি, ইফতি হত্যার সুষ্ঠু বিচার পাব কি না।’ এ সময় তিনি আরো বলেন, ‘আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে এ হত্যার বিচার চাই।’
২০১৪ সালের ৯ আগস্ট ক্যাম্পাসে সহপাঠীদের ছুরিকাঘাতে নিহত হয় নেত্রকোনা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র মির্জা আজিজ আমান ইফতি। ওই দিনই ইফতির বাবা মির্জা আজিজুর রহমান বাদী হয়ে ছয়জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।