বন্দরে কনটেইনার থেকে উধাও মালামাল
মংলা বন্দরের জেটিতে থাকা একটি কনটেইনার থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের আমদানি পণ্য চুরি হয়ে গেছে। এ বিষয়ে মংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার মো. মোস্তফা কামাল জানান, ঢাকার মেসার্স নাছরিন জামান নিটওয়্যার লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান গত বছরের ২৮ জুন একটি কনটেইনার বোঝাই করে গার্মেন্ট কাপড় আমদানি করে।
সময় পেরিয়ে গেলেও আমদানিকারক পণ্য ছাড় না করায় চলতি বছরের ২৪ জুন কাস্টমস কর্তৃপক্ষ কনটেইনারের মালামাল নিলামে বিক্রি করে। সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স বাবুল ট্রেডার্স ৫২ লাখ ৩২ হাজার টাকায় এ মালামাল ক্রয় করে।
২২ সেপ্টেম্বর কনটেইনারের মালামাল ডেলিভারি নেওয়ার জন্য মেসার্স বাবুল ট্রেডার্স বন্দর জেটিতে থাকা সেই কনটেইনারটি খুলে দেখেন, তার মধ্যে যে পরিমাণ মালামাল থাকার কথা তা নেই। কনটেইনারে থাকা ২৭০ বেল কাপড়ের মধ্যে মাত্র সাত বেল কাপড় পড়ে আছে।
পরে বিষয়টি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে জানায় নিলাম গ্রহীতা প্রতিষ্ঠান বাবুল ট্রেডার্স। কনটেইনার থেকে মাল খোয়া যাওয়ার ঘটনায় বন্দরের সহকারী ট্রাফিক কর্মকর্তা মো. সোহাগ গতকাল বুধবার রাতে মংলা থানায় একটি জিডি করেছেন।
এ ছাড়া এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।