‘আ.লীগের দেশপ্রেমিকদের’ সঙ্গে নিতে চায় বিএনপি
ঐক্যের রাজনীতি চালু করতে চায় বিএনপি। আর এ জন্য ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মধ্যেও যারা দেশপ্রেমিক আছে, তাদের সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নেবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্যে ইলফোর্ডের লেকভিউ ভেন্যুতে যুক্তরাজ্য বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় খালেদা জিয়া অভিযোগ করেন, দুর্নীতি আর অপকর্মের বিচারের ভয়ে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে চায় না।
দেশবাসীসহ সবাই্কে ঈদের শুভেচ্ছা জানান খালেদা জিয়া। তিনি অভিযোগ করেন, জনগণের ভোট ছাড়া কেবল পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার।
ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ কিছুতেই ক্ষমতা ছাড়বে না। তিনি (শেখ হাসিনা) গদি ছাড়বেন না। কেন গদি ছাড়বেন না, এটা বলেন তো? এত চুরি করেছে...আওয়ামী লীগের গং যারা আছে, ওই পরগাছাসহ সবগুলা যা করেছে...এই লুটপাট করে এরা পার পাবে না।’ তিনি বলেন, ‘বড় বড় প্রজেক্ট নেয়। এই প্রজেক্ট থেকে কমিশনগুলা খাওয়ার জন্যই প্রজেক্ট নিয়ে রাখে। কিন্তু সেগুলো কাজ শুরু করতে পারে না টাকার অভাবে।’
বিএনপির জনসমর্থন অনেক বেড়েছে দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আমরা শান্তি, উন্নয়ন ও ঐক্যের রাজনীতি করতে চাই। সবাইকে নিয়ে। আওয়ামী লীগওয়ালাদের নিয়েও আমরা ঐক্যের রাজনীতি করতে চাই। তাদের মধ্যেও ভালো-মন্দ লোক আছে। তারাও দেশকে ভালোবাসে। তাদের সকলকে নিয়ে ঐক্যের রাজনীতি করলেই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে।’
এবারই প্রথম দেশের বাইরে ঈদ করলেন খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করে সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান তিনি।