দুপুরে আটক, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
শরীয়তপুর শহরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের দার্সাত্তা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাগর ওরফে আসলাম ওরফে কামাল গোসাইরহাট উপজেলার ভোগকাঠি গ্রামের বাসিন্দা ছিলেন।
জেলা ডিবি পুলিশের বরাত দিয়ে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দাবি করেন, গতকাল দুপুরে কার্তিকপুর বাজারে ডাকাতি মামলায় সাগরকে আটক করে ডিবি পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে শহরের দার্সাত্তা গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পালং থানা পুলিশ।
‘এ সময় সেখানে ওত পেতে থাকা সংঘবদ্ধ ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে সেখানে সাগরকে পড়ে থাকতে দেখে পুলিশ।’
শরীয়তপুর সদর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন বলে দাবি করেন ওসি। তিনি আরো জানান, সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।