জীবন পেয়েও রাখলেন না শাহীনূর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/10/photo-1541861174.jpg)
কুমিল্লার চান্দিনা উপজেলায় চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শাহীনূর আক্তার (২৫)। তিনি চান্দিনার গোবিন্দপুর গ্রামের ভ্যানচালক আবদুল আহাদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী আশরা গ্রামের রোশমত আলী জানান, আজ বিকেল পৌনে ৪টার দিকে শাহীনূর আক্তার প্রথমে ঢাকা লেনের একটি গাড়ির নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা চালান। ওই সময় গোবিন্দপুর গ্রামের বশির ভূইয়াসহ আরো কয়েকজন তাঁকে বাধা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। তার কিছুক্ষণ পর ফিরে এসে চট্টগ্রাম লেনের একটি কাভার্ড ভ্যানের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন শাহীনূর।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেন দুই সন্তানের মা শাহীনূর আক্তার।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, খবর পেয়ে শাহীনূর আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তিনি আত্মহত্যা করেছেন।