মাগুরায় তিন দিনব্যাপী নাট্যোৎসব শুরু
‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ স্লোগান নিয়ে মাগুরায় তিন দিনব্যাপী পথনাট্য উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এ আয়োজন করেছে। খুলনা বিভাগীয় পথনাট্য উৎসবের অংশ হিসেবে মাগুরায় এ উৎসবের আয়োজন করা হয়।
আজ সোমবার সন্ধ্যায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পথনাট্য উৎসবের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাহাদাত হোসেন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও ফেডারেশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস।
এ্যারোমা এন্টারপ্রাইজের সহযোগিতায় অনুষ্ঠিত এ নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মহম্মদপুর কলমের সৈনিক নাট্য সংসদের পরিবেশনায় নাটক ‘অতঃপর উত্তর পুরুষ’ এবং থিয়েটার ইউনিট মাগুরার নাটক ‘মানিক জোড়’ মঞ্চস্থ হয়। বিপুলসংখ্যক দর্শক নাটক দুটি উপভোগ করেন। পরে অংশগ্রহণকারী নাট্য সংগঠন এবং অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।