‘বাবা-মাকে আনতে গিয়ে’ নিখোঁজ কলেজছাত্রীর লাশ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/11/16/photo-1542355908.jpg)
নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে নিখোঁজের তিন দিন পর তাবাসছুন তানিয়া চমক (২১) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, চমক গত রোববার রাতে রেলস্টেশন থেকে তাঁর মা-বাবাকে আনতে গিয়ে নিখোঁজ হন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাইজদী পৌরবাজার-সংলগ্ন নিজ বাসার পাশের একটি ডোবা থেকে চমকের মরদেহ উদ্ধার করা হয়।
তাবাসছুন তানিয়া চমক ব্যবসায়ী শাহাজাদ এনামুল হক হিমেলের মেয়ে। চমক সোনাপুর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিহত ছাত্রীর পরিবারকে থানায় মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গত রোববার রাতে ঢাকা থেকে উপকূল এক্সপ্রেস ট্রেনে করে চমকের বাবা-মা নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁদের আনতেই মাইজদী রেলস্টেশনে যান চমক। কিন্তু বাবা-মা সরাসরি বাসায় এসে মেয়েকে দেখতে পাননি।
পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি সুধারাম থানা পুলিশকে জানানো হয় এবং এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর মধ্যে তিন দিন অতিবাহিত হলেও চমককে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
গতকাল সন্ধ্যার কিছু আগে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। পরে বাড়ির পাশে জঙ্গলের মধ্যে ডোবায় চমকের লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।