আটকের পর ভারতীয় জেলের আত্মহত্যা!
মংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে গতকাল সোমবার রাতে ৬১ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। আটকের পর তাঁদের মংলায় আনার পথে সঞ্জয় সামন্ত (৩৫) নামের এক ভারতীয় জেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
সঞ্জয় সামন্ত ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার প্রফুল্ল সামন্তের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর আটক ভারতীয় জেলেদের আজ মঙ্গলবার দুপুরে দিগরাজ নৌঘাঁটিতে আনার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে হিরণ পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় ওই এলাকায় নৌবাহিনীর টহলরত জাহাজ বিএনএস কর্ণফুলী ভারতের পাঁচটি ট্রলার ও ট্রলারে থাকা ৬১ জেলেকে আটক করে। আটকের পর আজ মংলায় আনার পথে ট্রলারের বাথরুমে ঢুকে সঞ্জয় সামন্ত গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাকিদের কাল বুধবার আদালতে পাঠানো হবে।