সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে বনদস্যু’ নিহত
পূর্ব সুন্দরবনের বাগেরহাটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আক্কাস ওরফে রহিম ওরফে জামাল (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে শরণখোলা রেঞ্জের আমগাছিয়ার খালে এ ঘটনা ঘটেছে। আক্কাস একজন বনদস্যু ছিলেন বলে দাবি করেছে র্যাব।
র্যাব-৮-এর অপারেশন অফিসার মেজর আদনান কবির জানান, সকালে র্যাবের টহল দল জেলেদের নিরাপত্তা রক্ষায় সুন্দরবনে টহলে বের হয়। শরণখোলা রেঞ্জের আমগাছিয়ার খালে বনদস্যুদের একটি দল অবস্থান করছে—এমন গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় টহল জোরদার করা হয়। একপর্যায়ে বনের মধ্য থেকে র্যাবের ওপর গুলি শুরু হয়। র্যাবও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর বনের ভেতরে র্যাব অভিযান শুরু করে। তল্লাশির সময়ে এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ এবং ১৫টি আগ্নেয়াস্ত্র ও ৫০টি গুলি উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা তাঁকে বনদস্যু শনাক্ত করেছে। লাশ ও আগ্নেয়াস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব কর্মকর্তা জানান।