সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে জালাল সানা নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন। আসামি জালাল এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ দিয়ে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তপন কুমার রায় জানান, চলতি বছরের ১৩ মার্চ রাতে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা জালাল পারিবারিক কলহের জেরে স্ত্রী নাসিমা খাতুনকে কুপিয়ে হত্যা করেন। পরে ওই ঘটনায় পুলিশ জালালকে একমাত্র আসামি করে আদলতে অভিযোগপত্র দেয়। সেই মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।