আধিপত্য বিস্তার নিয়ে ‘বন্দুকযুদ্ধ’, একজন নিহত
আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ সাজ্জাদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চাইল্লাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ ওই এলাকার সন্ত্রাসী গ্রুপ ‘সাজ্জাদ বাহিনীর’ প্রধান বলে দাবি করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মহেশখালী থানায় চারটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমেদ জানান, আজ বুধবার ভোররাতে চাইল্লাতলী গ্রামে এনাম বাহিনী ও সাজ্জাদ বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বন্দুকযুদ্ধ হয়। এতে সন্ত্রাসী সাজ্জাদ নিহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ আজ সকালে ঘটনাস্থলে গিয়ে সাজ্জাদের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি সাইকুল।