ঝালকাঠিতে বাস খাদে, ১৫ পুলিশ আহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/09/photo-1544334856.jpg)
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৫ জন আহত হন।
গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নৈকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, খুলনা থেকে ফায়ারিং শেষে ৩৬ সদস্য নিয়ে ফিরছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের বাসটি। নৈকাঠি এলাকায় বাসটি এলে সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। বাসটি খাদে পড়ে গেলে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এতে বাসের মধ্যে থাকা উপপরিদর্শক (এসআই) আক্তার, এসআই হাফিজ, নারী কনস্টেবল মাহফুজা, হাফিজা, শাহনাজ, লিমা, আফরোজা, সুরমা, মরিয়ম, ময়না, মনিয়া, তামান্না, শামিমা, সুরাইয়া, তন্নিসহ অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঝালকাঠি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।