জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের চর খোরাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ মাতব্বর (৬০) ওই গ্রামের বাসিন্দা।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে সামাদ মাতব্বরের বিরোধ ছিল। ভাইয়েরা তাঁকে হত্যা করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে। আজ শুক্রবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের স্ত্রী আয়না মতি বেগম বলেন, ‘জমি নিয়ে মোতালেব মাতব্বর ও হালিম মাতব্বরের সঙ্গে আমাদের বিরোধ চলছে। ওরা আমার স্বামীকে এর আগে মিথ্যা হত্যা মামলায় আসামি করেছে। এখন সম্পত্তি দখলে নেওয়ার জন্য তাঁকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের শাস্তি চাই।’
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুস সামাদ মাতব্বর স্থানীয় গঙ্গানগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে বাড়ির কাছাকাছি এলে দুর্বৃত্তরা তাঁকে ধরে ফসলি জমিতে নিয়ে যায়। সেখানেই তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, আব্দুস সামাদ মাতব্বররা পাঁচ ভাই। দুজন ইতালি প্রবাসী। তিনভাই পৈত্রিক সম্পত্তি ভোগ-দখল করছেন। সবার বড় ভাই সামাদ মাতব্বরের সঙ্গে জমি নিয়ে মোতালেব মাতব্বর ও হালিম মাতব্বরের বিরোধ চলছিল।
বিরোধের জের ধরে ২০১৪ সালের এপ্রিল মাসে এক সংঘর্ষে মোতালেব মাতব্বরের সমর্থক হিসেবে পরিচিত সাহেব আলী ফকির নামের এক ব্যক্তি মারা যান। তখন থেকে বিরোধ চরম আকার ধারণ করে।