শরীয়তপুরে হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামে মোতালেব উকিল (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।
ওই ব্যক্তি আওয়ামী লীগ নেতা বি এম খালেক হত্যা মামলার আসামি। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে।
গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাছুয়াখালী গ্রামের মোতালেব উকিল ভোরে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় তাঁর বাঁ হাতের বাহুতে দুটি ও কোমরে একটি গুলি বিদ্ধ হয়। পরে গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা বি এম খালেককে হত্যা করে সন্ত্রাসীরা। মোতালেব উকিল ওই হত্যা মামলার আসামি।
শরীয়তপুর সদর হাসপাতালে বসে মোতালেব উকিল বলেন, ‘মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আমার গতিরোধ করে গুলি চালায়। তাদের আমি চিনতে পারিনি। কেন তারা আমাকে গুলি করে পালিয়েছে, তা বলতে পারছি না। আমার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিনে রয়েছি।’
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ মোস্তফা খোকন বলেন, ওই ব্যক্তির কোমরের হাড়ের ভেতরে একটি গুলি রয়ে গেছে। অস্ত্রোপচার করে তা বের করতে হবে। তাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, কারা, কী উদ্দেশ্যে ওই ব্যক্তিকে গুলি করেছে, তা তদন্ত করা হচ্ছে।