কারাবন্দি প্রার্থীর সঙ্গে দেখা করতে গিয়ে স্ত্রী-মেয়ে গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তারের পর এবার তাঁর স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে জেলা কারাগার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের নামে একটি নাশকতার মামলা করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আহমেদ হাসেমী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও তাঁদের মেয়ে শারমিন সুলতানা খুকু। তাঁরা নির্বাচনী প্রচারের আড়ালে নাশকতার লক্ষ্যে লোকজন সংগঠিত করছিলেন। এ সময় তাঁদের আটক করা হয়।
গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জামায়াতের সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম। গাজী নজরুলের সঙ্গে দেখা করতেই আজ কারাগার এলাকায় গিয়েছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। এর আগে সাতক্ষীরায় আরো ৭৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।