ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধিদের সাহায্য চাইলেন স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ এলাকায় কাজ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার নগরভবনের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এক নাগরিক শোভাযাত্রা উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী এই আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলরগণকে পাড়া ও মহল্লায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। জনগণকে সম্পৃক্ত করে নিজ নিজ এলাকায় এডিস মশার বিস্তার রোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। একটি পরিচ্ছন্ন নগরীই পারে ডেঙ্গু থেকে জনগণকে দূরে রাখতে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সুস্থ জাতি গড়তে কাজ করছে। এরই মধ্যে স্বাস্থ্য খাতের অর্জন সারা বিশ্বে প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ পোলিওসহ অনেক রোগ যেমন নির্মূল করেছে তেমনি অচিরেই ডেঙ্গু রোগকেও পরাজিত করবে।’
ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাড়ির ভেতর, ছাদ এবং আনাচে কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রগুলো ডাস্টবিনে ফেলে দিন। বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙিনা পরিষ্কার রাখতে হবে। ব্যবহারযোগ্য পাত্রে পানি কোনোভাবেই যাতে একনাগাড়ে পাঁচদিনের বেশি জমে না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে।
নয়াবাজারে মেয়র মোহাম্মদ হানিফ মহিলা মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘পুরান ঢাকায় মহানগর জেনারেল হাসপাতালে মহিলা কলেজ নির্মাণে সিটি করপোরেশনের প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।’
পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।