পাকশীতে হলুদক্ষেতে পুলিশের লাশ
পাবনার পাকশী থেকে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে পাকশী পেপারমিলের কাছে একটি হলুদক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত এএসআইয়ের নাম মো. সুজাউল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি বগুড়া জেলায়। তিনি পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, প্রতিদিনের মতো গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে নাইট ডিউটি করার জন্য এএসআই সুজাউল ইসলাম তাঁর বাসা থেকে বের হয়ে পাকশী পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে এবং হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাঁকে শ্বাসরোধে হত্যা করে। পরে তাঁর লাশ পাকশী পেপারমিলের পাশে একটি হলুদের ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা।
আজ সোমবার সকালে স্থানীয় ব্যক্তিরা ইউনিফর্ম পরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি।
ওসি বিমান কুমার দাশ আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঈশ্বরদী থানা থেকে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।