‘এবার নিউজ করলে তোকে বাঘ দিয়ে খাওয়াব’

‘এবার নিউজ করলে তোকে বাঘ দিয়ে খাওয়াব, তুই শ্যামনগর আসলেই মারব’ সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদককে এক উড়োচিঠিতে এমনটি লিখে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা হয়েছে ‘এই চিঠির বিষয়ে কাউকে কিছু জানালে তোর পরিবারকে অপহরণ করব।’
হাতে লেখা এই উড়োচিঠি ডাকযোগে আজ মঙ্গলবার দুপুরে দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের হাতে পৌঁছায়। চিঠি প্রেরক গোলাম মোস্তফা নিজেকে জেলার শ্যামনগরের কথিত ‘বাদোঘাটা কিং স্টার ক্লাবের’ সভাপতি দাবি করেছেন।
চিঠির একটি কপি দেখিয়ে সম্পাদক হাবিব বলেন, গত ২১ ডিসেম্বর শ্যামনগরে নির্বাচন বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁর ওপর হামলা করেছিলেন আওয়ামী লীগনেতা অসীম কুমার মৃধা, রহমত ও তাদের লোকজন। এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় একটি মামলাও করেন। এ ঘটনার পর এবার তাঁকে উড়োচিঠির মাধ্যমে হুমকি দেওয়া হলো।
চিঠিতে বলা হয়, ‘তুই অনেক ক্ষতি করেছিস গোলাম রেজার কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে। এমপি জগলুল হায়দারের বিরুদ্ধে এরপর থেকে কোনো নিউজ করলে তোকে বাঘ দিয়ে খাওয়াব। তুই শ্যামনগর আসলে মারব। এই চিঠির বিষয়ে কাউকে বললে তোকে ও তোর পরিবারকে অপহরণ করা হবে। কিছু করার থাকলে করিস।’
আইনজীবীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান সাংবাদিক হাবিবুর রহমান।