দেড় লাখ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদী থেকে দেড় লাখ ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার গভীর রাতে তাঁকে আটক করা হয়।
এ ব্যাপারে বিজিবি আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে। বিজিবি জানায়, আটক মো. রহমত উল্লাহ মিয়ানমারের মংডু জেলা সদরের ডেইলপাড়ার আমির আহম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক ও অনুপ্রবেশ আইনে মামলা করা হবে।
বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. জাফরুল হক জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদে বিজিবি টহলদল সীমান্তে ওত পেতে থাকে।
এ সময় নাফ নদী হয়ে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকা দিয়ে পাঁচ-ছয়জন বাংলাদেশ সীমানায় এলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। পাচারকারীরা সাঁতরে মিয়ানমার সীমান্তে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় রহমতকে আটক ও নৌকাটি জব্দ করা হয়।
পরে নৌকা থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা।