নাশকতা মোকাবিলায় চট্টগ্রামের দুই থানা পুরস্কৃত

নাশকতা মোকাবিলায় নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানাকে পুরস্কৃত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
সিএমপি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সোমবার বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন ও কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিমসহ বিভিন্ন থানায় কর্মরত ২৩ জন পুলিশ সদস্যকে পুরস্কারের টাকা ও সাটিফিকেট দেওয়া হয়। সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল এসব পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, বনজ কুমার মজুমদার, উপকমিশনার মাসুদ উল হাসান, কুসুম দেওয়ান (গোয়েন্দা), ফারুক আহমেদ ( ট্রাফিক), হারুন অর রশিদ হাজারী (বন্দর), কামরুল আমীন (দক্ষিণ), পরিতোষ ঘোষ (উত্তর), সুজায়েত ইসলাম (ট্রাফিক বন্দর) ও নীহার রঞ্জন হাওলাদার (পিওএম) উপস্থিত ছিলেন।
সভায় জানুয়ারিতে নগরীর আইনশৃঙ্খলা, অপরাধ সংগঠন ও নিবারণ মামলা রুজু ও নিষ্পত্তি বিষয়ে পর্যালোচনা করা হয়।